আগামি ১২ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর যুবলীগের সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর সোমবার বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন সিরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির খানের পরিচালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডঃ মহসিন মিয়া মানিক, প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, ছেংগারচর পৌর আ’লীগ নেতা আল মাহমুদ টিটু মোল্লা, সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ জামান সরকার, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ জাহান মোল্লা, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, যুবলীগ নেতা কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ঢালী, পৌর কাউন্সিলর আল-আমিন সরকার,সাবেক কমিশনার মজিবুর রহমান, দেলোয়ার হোসেন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী নূর বেপারী, পৌর যুবলীগ নেতা মোঃ আরিফ শিকদার, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রধান, পৌর শ্রমিকলীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক রাকিব হাসান মুন্না, ওয়ার্ড যুবলীগের সভাপতি আলাউদ্দিন প্রধান, মানিক বেপারী, কাজল বেপারি, আলাউদ্দিন, শওকত হোসেন হিরন প্রমুখ।
এসময় সাবেক কাউন্সিলর শাহনূর বেপারী,ছেংগারচর পৌর যুবলীগ নেতা শরীফ সরকার, মোঃ ওমর খান, শাহাদাত হোসেন, মোঃ মোসলেম দেওয়ান, পৌর যুবলীগ নেতা মোঃ শামীম প্রধান, মিজানুর রহমান মুফতি,৭নং ওয়ার্ড যুবলীগ নেতা জসিম উদ্দিন খান, ফয়েজ আহম্মেদ ফাঁকা,মোঃ বাদল ঢালী, মোঃ শাহীন আলম প্রধান, হাসান সরকার, ফেরদাউস, লিটন ঢালী,পৌর ছাত্রলীগ নেতা নূরনবী খান, হারুন-অর-রশিদ, মাহফুজ শিকদার, ইব্রাহিম সরকার,সহ বিভিন্ন নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জঙ্গীবাদ, মৌলবাদ ও সা¤প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ছেংগারচর পৌর আওয়ামী যুবলীগ। মিছিলটি পৌর আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু করে ছেংগারচর বাজারের বিভিন্ন রাস্তা ঘুরে পুনরায় পৌর আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, একাত্তরের প্রেতাত্মা জামায়াত,শিবির আবারও দেশে সন্ত্রাস করতে চায়। ওরা ভাস্কর্য নিয়ে কথা বলে। জাতির পিতাতে নিয়ে প্রশ্ন তুলে। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলে তারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক না। একাত্তরের ঘাতক, তারা পরাজিত শক্তি। তাদের প্রতিহতো করবে পৌর যুবলীগ।
নিজস্ব প্রতিবেদক,৩০ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur