চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার প্রশাসকের সহায় হলেন, ১ নং ওয়ার্ডে শামীম আহম্মেদ, ২নং ওয়ার্ডে আলী নূর বেপারি, ৩নং ওয়ার্ডে শহীদ উল্লাহ সরকার, ৪ নং ওয়ার্ডে মো. রেফায়েত উল্লাহ দর্জি, ৫ নং ওয়ার্ডে রমা দত্ত, ৬ নং ওয়ার্ডে কামরুজ্জামান হারুন, ৭ নং ওয়ার্ডে শাহ আলম সিদ্দিকী, ৮ নং ওয়ার্ডে মফিজল শিকদার ও ৯নং ওয়ার্ডে বোরহান উদ্দিন।
২১ জুলাই বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ সচিব মো.আব্দুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
জানা যায়, ছেংগারচর পৌরসভার মেয়রের নির্ধারিত সময় শেষ হওয়ায় ২১ এপ্রিল পৌর প্রশাসক হিসেবে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহকে নিয়োগ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এবিষয়ে ৬ নং ওয়ার্ডের প্রশাসকের সহায়ক কামরুজ্জামান ঢালী হারুন বলেন, আমাদের উপর দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পাড়ি সেজন্য সকালের সহযোগিতা কামনা করছি।
এবিষয়ে ছেংগারচর পৌরসভার প্রশাসক মো. হেদায়েত উল্লাহ বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ১০০০৯ এর ৩ ও ১ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার চাঁদাের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার নিয়োগকৃত প্রশাসনকে সহায়তা করার জন্য পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৯ জন প্রশাসকের সহায়ক নিয়োগ দেওয়া হয়েছে। পৌরসভার উন্নয়নের জন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য।
নিজস্ব প্রতিবেদক, ২১ জুলাই ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur