ছেংগারচরে আল আরাফা ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাকিং (আউটলেট) শাখার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১০ টায় ছেংগারচর দর্জি বাজার ডা.মোবারক হোসেন প্লাজার দ্বিতীয় তলায় আনুষ্ঠানিক ভাবে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যাংকটির ৭৩৫ তম শাখার উদ্বোধন করেন ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব লায়ন মোঃ আরিফ উল্যাহ সরকার।

ছেংগারচর বাজারে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর শাখা ব্যবস্থাপক নারী উদ্যোক্তা নিপা আক্তারের সার্বিক সহযোগিতায় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শরীফ উল্লাহ দর্জির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং ডিভিশন এর প্রধান এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ সাখাওয়াত হোসেন, হাজীগঞ্জ শাখা ব্যবস্থাপক এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মোঃ ইলিয়াছ, সিনিয়র অফিসার কাউসার আহমেদ,ছেংগারচর বাজারে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর অডিটলেট ম্যানেজার মোঃ মোজাম্মেল হক।

বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাজমুল খানের সঞ্চালনায় আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছেংগারচর বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, ছেংগারচর পৌরসভার কাউন্সিলর শাহজাহান মোল্লা, কাউন্সিলর মোঃ হারিছ খান, জাহাঙ্গীর আলম, কাউন্সিলর আনোয়ার হোসেন, শাহজালাল মুফতি, মোঃ সবুজ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আহসান উল্যাহ দর্জি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোবারক হোসেন মুফতি, মোঃ রাসেল দর্জি প্রমূখ ।

সম্পূর্ণ শরিয়াহ মোতাবেক পরিচালিত আল আরাফাহ ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ সেবা সমূহ ও ইসলামী শরিয়াহ অনুযায়ী এর সুবিধা নিয়ে আলোচনা করেন বক্তারা। পবিত্র কোরআন তেলাওয়াত করেন, হাফেজ কাউসার আহমেদ। পরে ব্যাংকের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ছেংগারচর দর্জি বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল সালেহী আনন্দপুরী।

প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল, ২১ নভেম্বর ২০২৩

Share