Home / চাঁদপুর / সারাদেশে ছাত্র ভর্তিতে চাঁদপুর প্রথম স্থানে রয়েছে : চাঁদপুর জেলা প্রশাসক
সারাদেশে ছাত্র ভর্তিতে চাঁদপুর প্রথম স্থানে রয়েছে

সারাদেশে ছাত্র ভর্তিতে চাঁদপুর প্রথম স্থানে রয়েছে : চাঁদপুর জেলা প্রশাসক

চাঁদপুর জেলা প্রশাসক (যুগ্ম-সচিব) মো. আব্দুস সবুর মন্ডল পিএএ বলেছেন, চাঁদপুরে শিক্ষার ভিন্নধারা নিয়ে আমরা কাজ করছি, এটি কোনো গতানুগতিক ধারা নয়। কারণ চাঁদপুর অন্য জেলার মতো কোন জেলা নয়। সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের ফলাফলে চাঁদপুর জেলা ৪র্থ হয়েছে। জিপিএ-৫ প্রাপ্ত জেলার মধ্যে তৃতীয় এবং প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অর্জন হয়েছে ৯৯.৯৭%। বিদ্যালয়ে শিশু ছাত্র ভর্তির ক্ষেত্রে সারাদেশে চাঁদপুর জেলা প্রথম স্থানে রয়েছে।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা সদরের ১০ প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ২০১৫ সালে চাঁদপুরে শিক্ষার মান উন্নয়নে কাজ শুরু করেছি। আর এসব সম্ভব হয়েছে বর্তমান সরকারের একান্ত সহযোগিতার কারণে। সরকার শিক্ষার উন্নয়নে নানামূখী উদ্যোগ গ্রহণ করায় এসব সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। আমরা এর ধারবাহিকতা ঠিক রেখে সারাদেশের মধ্যে প্রথম সারিতে পৌঁছার লক্ষ্য নিয়ে কাজ করছি।

‘শিক্ষার আলো জ্বালাবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এ শ্লোগানকে ধারণকরে সারাদেশের ন্যায় চাঁদপুরে বই বিতরণ উৎসব পালিত হয়।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলমের সভাপতিত্বে ও সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার একেএম মোস্তাক আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মঈনুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সহ-সভাপতি সোহেল রুশদী, যুগ্ম-সম্পাদক ল²ণ চন্দ্র সূত্রধর ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা আক্তার।

এবছর চাঁদপুর জেলার ৮ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ লাখ ৩৪ হাজার ৪শ’ ৩৬ বই বিতরণ করা হয়েছে।
৮ উপজেলার মধ্যে চাঁদপুর সদরে ৩লাখ ১২ হাজার, ৮শ’ ৬৪। কচুয়া উপজেলায় ২লাখ ৮০ হাজার ২শ। হাজীগঞ্জ ২লাখ ৯হাজার ৪শ’। হাইমচর ৮০হাজার ৩শ’ ২২। শাহরাস্তি ১লাখ ৫৮ হাজার ৪শ’। ফরিদগঞ্জ ২লাখ ৩৭হাজার ৭শ’ ২০। মতলব দক্ষিণে ১লাখ ৪৮হাজার ৯শ’ ৫০। মতলব উত্তর ২লাখ ৬ হাজার ৫শ’ ৯৮ বই বিতরণ করা হয়।

প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ৯:২০ পিএম, ০১ জানুয়ারি ২০১৮, সোমবার
এইউ