বাংলাদেশকে বিশ্বের দরবারে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার প্রতিবাদে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে পৌর ছাত্রলীগের আয়োজনে বানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ এপ্রিল) বেলা ১১টায় চাঁদপুর শহরের শপথ চত্ত্বর মোড়ে মানববন্ধনে জেলা ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের কর্মীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।
পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে মানববন্ধনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারীর পরিচালনায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য উপম পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, যুগ্ম সম্পাদক জহির উদ্দিন মিজি, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বারাকাত রেদওয়ান, পুরাণবাজার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান বেপারী।
বক্তারা বলেন, চাঁদপুরে ছাত্রলীগ যতদিন থাকবে ততদিন জঙ্গিবাদের কোন স্থান থাকবে না এবং জঙ্গি তৎপরতার কোন সুযোগ দেওয়া হবে না। চাঁদপুরের প্রতিটি ওয়ার্ডে ছাত্রলীগ ঐক্যবদ্ধ রয়েছে এবং থাকবে। জঙ্গিবাদের বিষয়ে চাঁদপুরেরর ছাত্রলীগ কর্মীরা সচেষ্ট রয়েছে। যদি কেউ চাঁদপুরে জঙ্গিবাদ সৃস্টি করতে চায় তাদের দাঁত ভাঙা জবাব দেয়া হবে।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
আপডেট, বাংলাদেশ সময় ১২: ৫০ এএম, ২ এপ্রিল ২০১৭, রবিবার
ডিএইচ