চাঁদপুর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত হাকিম প্লাজার ২য় তলায় শিশুদের জন্য আকর্ষণীয় বিদেশী পন্যের হ্যালো বেবী ফ্যাশনের উদ্বোধন হয়েছে।
রোববার (৫ নভেম্বর) দুপুরে হাকিম প্লাজার ২য় তলায় ১১৩ ও ১১৪নং দোকানে এর ফিতা কেটে উদ্বোধন করা হয়।
এসময় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, সাবেক সভাপতি বি এম হান্নান, পৌরসভার কাউন্সিলর নাছির চোকদার, মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, ব্যবসায়ী সোয়েব মো. কলিম, মার্কেট মালিক এটিএম মোস্তফা কামাল, মার্কেট সভাপতি সফিক প্যাদা, মার্কেট ম্যানেজার ইমাম হোসেন ইমান, হ্যালো বেবীর সত্তাধিকারি জিয়াউর রহমান টিপু মাঝিসহ গণ্যমাণ্য ব্যক্তি ও মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এরপূর্বে মিলাদ ও দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
প্রসঙ্গত, হ্যালো বেবীতে শিশুদের জন্য আকর্ষণীয় বিদেশী পোষাক পাওয়া যাবে। এখানে শিশুদের নিত্য নতুন ডিজাইনের পোষাক ও খেলনার সমারোহ থাকবে।
করেসপন্ডেন্ট
: আপআপডেট, বাংলাদেশ ১০:০৩ পিএম, ৫ নভেম্বর, ২০১৭ রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur