দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.মো.এনামুর রহমান জানিয়েছেন, বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে ‘লাইটার অ্যারেস্টার’ সংবলিত বজ্রপাত-নিরোধক কংক্রিটের ছাউনি (শেল্টার) নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। দেশের হাওর অঞ্চলসহ বজ্রপাতপ্রবণ ২৩ জেলায় এগুলো নির্মাণে প্রকল্প হাতে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ঢাকায় আইইবি ভবনে আয়োজিত ‘বজ্রপাত ও বজ্রপাতের কারণ: নিরাপত্তা সংক্রান্ত সমস্যা এবং ক্ষয়ক্ষতি কমানো’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন,‘প্রাথমিকভাবে হাওর এলাকায় ১ কিলোমিটার পর-পর বজ্রপাত-নিরোধক এক হাজার কংক্রিটের ছাউনি নির্মাণ করা হবে। এক কিলোমিটার পর-পর থাকবে একেকটি শেল্টার, যাতে মেঘের গুড়ুম গুড়ুম আওয়াজ পেলেই মাঠের কৃষকসহ মানুষজন সেখানে আশ্রয় নিতে পারেন।’
এনামুর রহমানের আশা,প্রকল্পটি বাস্তবায়ন হলে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা কমে আসবে। তার কথায় ,‘বজ্রপাত ঠেকানো সম্ভব নয়। তবে এতে মৃত্যুর হার কমিয়ে আনতে আমরা তিনটি পদক্ষেপ নিচ্ছি। এর একটি হলো আরলি ওয়ার্নিং সিস্টেম। বজ্রপাত-প্রবণ এলাকায় এই মেশিন বসানো হবে।
প্রাথমিকভাবে ৭২৩টি যন্ত্র বসানোর পরিকল্পনা রয়েছে। বজ্রপাতের ৪০ মিনিট আগেই সংকেত দেবে এটি। যারা খোলা মাঠে কাজ করেন বা মাছ ধরেন,তারাই বজ্রপাতে বেশি মৃত্যুবরণ করেন। তাদের জন্যই এ উদ্যোগ নেয়া হচ্ছে।
দ্বিতীয়ত,বজ্রপাত-নিরোধক কংক্রিটের শেল্টার নির্মাণ করবো আমরা। তৃতীয়ত,জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেয়া হবে।’
আইইবি’র যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো.আব্দুস সবুর,বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত এবং আইইবি’র যন্ত্রকৌশল বিভাগের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আহসান বিন বাসার।
বার্তা কক্ষ , ১৯ নভেম্বর ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur