Home / সারাদেশ / ২০২২ সালের শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী
Book-bitoron
ফাইল ছবি

২০২২ সালের শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী

করোনার সংক্রমণের কারণে আগামি বছরও পাঠ্যপুস্তক উৎসব হয়তো করা যাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। তবে উৎসব না হলেও বছরের শুরুতে শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার ১৮ নভেম্বর সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। এর আগে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এইচএসসি এবং মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এবছর যথা সময়ে বই দেয়া সম্ভব হবে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন,‘আমরা বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছি। এবারও বছরের শুরুতে নতুন বই পাবে শিক্ষার্থীরা। গত বছর পাঠ্যপুস্তক উৎসব করা সম্ভব হয়নি, এবারও হয়তো পাঠ্যপুস্তক উৎসব করা সম্ভব হবে না।’

২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হতে পারে বলে জানান শিক্ষামন্ত্রী।

ডা.দীপু মনি বলেন,‘আমাদের ২০২২ সালের যে পরীক্ষা,সেটিও আমরা বলেছি সংক্ষিপ্ত সিলেবাসেই হবে। সেই সিলেবাসও তাদের (শিক্ষার্থী) দিয়ে দেয়া হয়েছে। কারণ তারাও তো এ বছর সরাসরি শ্রেণিকক্ষে বেশিরভাগ সময়ই ক্লাস করতে পারেনি।এখন সামনে যেটুকু সময় আছে সে সময়ে ফেব্রুয়ারি ও এপ্রিলে পরীক্ষা নেয়ার সুযোগ কিছুটা কম। সেক্ষেত্রে কিছুটা পেছাবে।’

বার্তা কক্ষ .১৯ নভেম্বর ২০২১
এজি