Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় বিভিন্ন ইউপিতে চেয়ারম্যান প্রার্থীদের গনসংযোগ
চেয়ারম্যান

কচুয়ায় বিভিন্ন ইউপিতে চেয়ারম্যান প্রার্থীদের গনসংযোগ

কচুয়ার পালাখাল মডেল ইউপিতে ঘোড়া প্রতীকে চেয়ারম্যান প্রার্থীর গনসংযোগ

কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান মজুমদার জয় ভোট চেয়ে ব্যাপক গনসংযোগ করছেন।

শনিবার সকালে ওই  ইউনিয়নের ভূঁইয়ারা,মেঘদাইর,এনায়েতপুর,দোজানাসহ বেশ কয়েকটি গ্রামে ঘোড়া প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করেন তিনি।

ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হাবিব মজুমদার জয় বলেন, প্রতীক পাওয়ার পর থেকে পুরো ইউনিয়ন ব্যাপী ঘোড়া মার্কায় ভোট চেয়ে প্রচার-প্রচারনা কালে সাধারন মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। কোনো ধরনের বিশৃঙ্খলা না হলে সাধারন মানুষ ভোট দিতে পারলে আমি চেয়ারম্যান নির্বাচিত হবো। চেয়ারম্যান নির্বাচিত হলে সাধারন মানুষের কল্যাণে কাজ করব।

এসময় আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন দেওয়ান,মনির হোসেন,যুবলীগ নেতা মাসুদ রানা,স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন মিয়াজী,ছাত্রলীগ নেতা মনির ও আহসানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কচুয়ার পাথৈর ইউনিয়নে নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থীর জনসভা

কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মো: কামাল হোসেন মিয়াজীর সমর্থনে ও তাঁকে বিজয়ী করার লক্ষে বিশাল জনসভা করা হয়েছে।

শুক্রবার বিকেলে (২৪ ডিসেম্বর) মধুপুর বাজারে এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলজাজ্ব মো: আইয়ুব আলী পাটওয়ারী। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা যাচাই বাছাই করে কামাল হোসেন মিয়াজীকে এ ইউনিয়নে নৌকা উপহার দিয়েছেন। নৌকার পক্ষে সবাই এক ও অভিন্ন হয়ে কাজ করতে হবে। যারা দলীয় পদবী বহন করে নৌকার বিপক্ষে কাজ করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরে আলম চৌধুরীর সভাপতিত্বে ও আব্দুল্লাহ মাষ্টারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি.এম আতিকুর রহমান ,সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুন নাহার ভূঁইয়া,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চোধুরী সোহাগ,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম,সদস্য আহসান হাবিব প্রাঞ্জল, সাবেক ইউপি চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম মিয়াজী,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জি. জুয়েল মিয়াজী। সভায় নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা বঙ্গবন্ধুর প্রতীক। আর এই প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হলে ইউনিয়ন এর উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাবে। তাই এ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন লিটনসহ এখনো যারা নৌকা মার্কার প্রচারনা থেকে এখনো দূরে রয়েছে তাদের ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান তারা।

কচুয়ার পাথৈর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী গোফরান উদ্দিনের গনসংযোগ

কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নে টেলিফোন প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. গোফরান উদ্দিন ভোট চেয়ে ব্যাপক গনসংযোগ করছেন।

শুক্রবার বিকালে ওই ইউনিয়নের ফতেবাপুর গ্রাম থেকে শতশত কর্মী সমর্থক নিয়ে তিনি একটি বিশাল মিছিল বের করে মধুপুর বাজার হয়ে বড়দৈল,আতিশ^রসহ বেশ কয়েকটি গ্রামে টেলিফোন প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করেন ।

টেলিফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. গোফরান উদ্দিন বলেন, প্রতীক পাওয়ার পর থেকে পুরো ইউনিয়ন ব্যাপী টেলিফোন মার্কায় ভোট চেয়ে প্রচার-প্রচারনা কালে সাধারন মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। কোনো ধরনের অপ্রীতিকর ও বিশৃঙ্খলা না হলে সাধারন মানুষ ভোট দিতে পারলে আমি চেয়ারম্যান নির্বাচিত হবো। চেয়ারম্যান নির্বাচিত হলে সাধারণ মানুষের কল্যাণে কাজ করব। এসময় তিনি ৫ জানুয়ারি নির্বাচনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গ্রহনের লক্ষে প্রশাসন,মিডিয়াকর্মী ও এলাকাবাসীর সহযোগিতা চান।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৫ ডিসেম্বর ২০২১