Home / বিশেষ সংবাদ / চুরির শাস্তিতে অমানবিক কাণ্ড
চুরির শাস্তিতে অমানবিক কাণ্ড

চুরির শাস্তিতে অমানবিক কাণ্ড

চলন্ত ট্রাকের সামনে রশি দিয়ে শক্ত করে বাঁধা তরুণ। ছুটে চলেছে ট্রাক। শব্দ ভেসে আসছে আর্তনাদের। ঘটনা বগুড়া-নাটোর মহাসড়কের নাটোরের সিংড়ার শেরকোল এলাকায়।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চুরির অপরাধে এক তরুণকে জনতা আটক করে ব্যাপক মারপিট করে।

এতেও চোরের ওপর তাদের রাগ না কমায় তাকে একটা ট্রাকের (কুষ্টিয়া-ট-১১১৩০৭) সামনে রশি দিয়ে বেঁধে ফেলা হয়। এরপর চালক দ্রুতগতিতে ট্রাক নিয়ে নাটোরের দিকে ছুটে চলেন। এ সময় ওই তরুণ শুধু আর্তনাদ করছিলেন।

ট্রাকের ভেতরে থাকা কয়েকজন উল্লাস করছিলেন। পথে এটি সাংবাদিকের মোবাইলের ক্যামেরায় বন্দি হলে ভয় পেয়ে যান ওই ট্রাকের চালক। তিনি পরে ট্রাক থামিয়ে ওই তরুণের রশি খুলে দিলে সে সেখান থেকে পালিয়ে যায়। পথচারীরা জানায়, ওই যুবককে চুরির শাস্তি হিসেবে ট্রাকের সামনে বেঁধে দেয়া হয়েছে।

তবে এ ঘটনায় ওই ট্রাকের চালক নিজের নাম-পরিচয় জানাতে রাজি হননি। আর চোরকেও পাওয়া যায়নি। (যুগান্তর)

নিউজ ডেস্ক : আপডেট ৫:৩০ পিএম, ০৬ মে ২০১৬, শুক্রবার
ডিএইচ

Leave a Reply