হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ চীনা নাগরিকের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পজিটিভ হওয়ায় তাদের ডিএনসিসি কোভিড হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে। তাদের নমুনা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।
২৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
শাহরিয়ার সাজ্জাদ বলেন, বিকেলে তারা চায়না ইস্টার্ন এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। ওই ফ্লাইটে আসা ২০ জন চীনা নাগরিকের মধ্যে প্রথমে কয়েকজনের কান অতিরিক্ত লালচে দেখে সন্দেহ হয় স্বাস্থ্য কর্মকর্তাদের। পরে র্যাপিড অ্যান্টিজেন কিটে তাদের নমুনা পরীক্ষা করা হলে ৪ জনের টেস্ট পজিটিভ আসে।
তিনি বলেন, এখনো আমরা নিশ্চিত নই করোনা আছে কি না তাদের। চীন থেকে আসার সময় তারা করোনা পরীক্ষা করেই এসেছেন। সেজন্য এই মুহূর্তে তাদের রাজধানীর ডিএনসিসি করোনা হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে তাদের করোনা হয়েছে কি না বা কোন ধরন শনাক্ত।
বার্তা কক্ষ, ২৬ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur