চীনে তৈরি হতে যাওয়া সম্ভাব্য করোনা ভ্যাকসিনটি এ বছরের শেষ দিকে খুচরা বিক্রির জন্যে বাজারে আসবে। এমনটাই জানিয়েছেন ভ্যাকসিন তৈরিতে কাজ করা চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যাল কোম্পানি সিনোফার্ম এর প্রধান লিউ জিংজেন।
এ সংবাদটি প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা এপি। লিউ জিংজেনের বরাত দিয়ে এপির প্রতিবেদন বলা হয়, এ বছরের শেষদিকে বাণিজ্যিক বিক্রির উদ্দেশে ভ্যাকসিনটি বাজারে ছাড়া হবে।
ভ্যাকসিন তৈরিতে কাজ করা সিনোফার্মের প্রধান লিউ জিংজেন দেশটির ‘গুয়ামিং ডেইলি’ নামে দৈনিককে জানিয়েছেন, এ ভ্যাকসিনের দাম হবে এক হাজার ইয়েন বা ১৪০ মার্কিন ডলালের কম। ২৮ দিনের ব্যবধানে দুই ধাপে ভ্যাকসিনটি দেওয়া হবে। এছাড়া বছরে ২২ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা রয়েছে বলেও দাবি করেন তিনি।
ওই দৈনিক পত্রিকায় মঙ্গলবার প্রকাশিত সাক্ষাৎকারে জিংজেন জানান, চীনের ১৪০ কোটি মানুষকেই এ ভ্যাকসিন নিতে হবে না। করোনা প্রতিরোধে দুটি ভ্যাকসিন পরীক্ষা করছে সিনোফার্ম।
লিউ জিংজেন আরও বলেন, সাধারণত বড় বড় শহরগুলোর শিক্ষার্থী ও শ্রমিকদের ভ্যাকসিনটি দেওয়ার প্রয়োজন হবে; তবে খুব কম জনবসতিপূর্ণ গ্রামাঞ্চলে বসবাসকারীদের জন্য আপাতত তার প্রয়োজন পড়বে না।
বার্তা কক্ষ, ১৯ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur