Monday, 25 May, 2015 03:43:14 PM
চাঁদপুর টাইমস ডেস্ক:
বাংলা চলচ্চিত্রের একসময়ের শক্তিমান অভিনেতা শেখ আবুল কাশেম মিঠুন (৭০) আর নেই। কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ২টায় তিনি মারা যান। তিনি স্ত্রী, মেয়ে, মা ও ভাইসহ অসংখ্য ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন।
আশির দশকে চলচ্চিত্রে অভিষেক হয় মিঠুনের। তিনি প্রায় অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে ‘ভেজা চোখ’, ‘আয়না বিবির পালা’, ‘বেদের মেয়ে জোসনা’, ‘বাবা কেন চাকর’ উল্লেখযোগ্য। মিঠুন দীর্ঘদিন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সঙ্গে জড়িত ছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি চিত্রনাট্যও লিখতেন।
মিঠুনের গ্রামের বাড়ি সাতক্ষীরার দরগাপুরে। ভারত থেকে তার মরদেশ সরাসরি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানা গিয়েছে।
চাঁদপুর টাইমস : ডেস্ক/ডিএইচ/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur