অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস সম্পাদক ও চাঁদপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের আহ্বায়ক এবং চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন করেছেন।
তিনি শারীরিক অসুস্থতার কারণে প্রথমে ভারতের চেন্নাইয়ের গঙ্গা হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি হয়ে ডাক্তারদের পরামর্শ অনুয়ায়ী চিকিৎসা নেন । পরবর্তিতে ভারতের কলকাতার পেয়ারলেস হসপিটালে ও শারীরিক অন্যান্য অসুস্থতার জন্য দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় কিছুটা সুস্থতাবোধ করলে চিকিৎসকের পরামর্শ ও নির্দেশনায় কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল সকলের দোয়ার বরকতে বাংলাদেশ প্রত্যাবর্তন করেন।
কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল গত ২৪ সেপ্টেম্বর চিকিৎসার জন্যে ভারত গমন করেছেন। যাবার আগে একাধিকবার ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণকালে এখানকার ডাক্তারা তাকে ভারতে চিকিৎসার জন্যে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।
অসুস্থতার জন্যে তিনি যাবার সময় সবার সাথে যোগাযোগ করে বলে যেতে পারেননি। তাই তিনি সবার কাছে তার অসুস্থতার জন্যে দোয়া প্রার্থী।
স্টাফ করেসপন্ডেন্ট|| আপডেট: ০৮:৫৯ পিএম, ৯ অক্টোবর ২০১৫, শুক্রবার
ডিএইচ/২০১৫।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur