Home / জাতীয় / রাজনীতি / চার বিভাগে প্রার্থী চূড়ান্ত, যারা বিজয়ী হতে পারেন তারা বাদ পড়েননি
বিভাগে
ফাইল ছবি

চার বিভাগে প্রার্থী চূড়ান্ত, যারা বিজয়ী হতে পারেন তারা বাদ পড়েননি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখন পর্যন্ত চার বিভাগে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘রোববারের মধ্যে তিনশ আসনের প্রার্থী ঘোষণা করা হবে। নতুন মুখও এসেছে, কিছু বাদও পড়েছে। বিজয়ী হতে পারেন এমন প্রার্থীদের বাদ দেয়নি আওয়ামী লীগ। মনোনয়নে ভুলত্রুটিও থাকতে পারে। একসঙ্গে তিনশ আসনে প্রার্থী ঘোষণা করা হবে।’

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

বিএনপি নির্বাচনে আসবে না- এটা উড়িয়ে দেওয়া যায় না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা (বিএনপি নেতারা) জোটগতভাবে না হলেও দলের ভেতর থেকে অনেকে অংশ নিতে পারেন।’

নৌকার মনোনয়নের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যাদেরকে বাদ দেওয়া হয়েছে (মনোনয়ন পাননি) তারা বিজয়ী হতে পারবেন না। অনেকে জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। নতুন করে তাদেরকে প্রার্থী করা হয়নি।’

ক্রিকেটার সাকিব আল হাসানের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সাকিব আল হাসান এখন থেকে রাজনীতি করবেন। এমনটি দলকে বলা হয়েছে।’

এ বিষয়ে তিনি বলেন, ‘রাজনীতিতে ব্যর্থ হয়ে বিএনপি এখন অর্থনীতিকে ধ্বংস করার পথ বেছে নিয়েছে। জনগণ নির্বাচনমুখী হয়েছে এটি সরকারের সাফল্য। এসব করে নির্বাচন ভন্ডুল করা যাবে না।’

টাইমস ডেস্ক/২৪ নভেম্বর ২০২৩