Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চান্দ্রায় হয়রানিমূলক মামলা হামলার প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন
চান্দ্রায়

চান্দ্রায় হয়রানিমূলক মামলা হামলার প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুর সদর ১২নং চান্দ্রা ইউনিয়ন বাখরপুর গ্রামের মান্নান ডাক্তারের ছেলে চাঁদাবাজ, সন্ত্রাসী ইসমাইল মিজি এলাকার মানুষকে জায়গা জমিন সংক্রান্ত বিষয়ে হয়রানিমূলক মিথ্যা মামলা হামলার প্রতিবাদে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের জনগণ।

১৩ এপ্রিল বুধবার সকাল ১১টায় চান্দ্রা ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে তারা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে মোঃ আলমগীর হোসেন মেম্বার, আয়শা বেগম, রাবেয়া বেগম, নূর মোঃ মোল্লা, ফারুক ভূঁইয়া, আলী হোসেন হাওলাদার, মিনার আলী মিজি, রাসেল পাটওয়ারী, জসিম পাটওয়ারীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় প্রায় শতাধিক স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসমাইল মিজি চান্দ্রা এলাকার একজন চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী। তার অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ট। সে সাধারণ মানুষকে জায়গাজমিন সংক্রান্ত বিষয়ে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দিয়ে থাকে এবং শহর থেকে সন্ত্রাসী এনে হামলা চালায়। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

মানববন্ধন শেষে স্থানীয়রা ইসমাইলের বিরুদ্ধে গনস্বাক্ষর প্রদান করেন।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট,১৩ এপ্রিল ২০২২