Home / উপজেলা সংবাদ / কচুয়া / চান্দিনা আবেদা নুর বালিকা উবির দিনব্যাপি বিজ্ঞান মেলা সম্পন্ন
চান্দিনা আবেদা নুর বালিকা উবির দিনব্যাপি বিজ্ঞান মেলা সম্পন্ন

চান্দিনা আবেদা নুর বালিকা উবির দিনব্যাপি বিজ্ঞান মেলা সম্পন্ন

চান্দিনা উপজেলার গল্লাই আবেদা নুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (১মার্চ) দিনব্যাপি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গল্লাই কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও আবেদা নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান নাশেতা নাহরীর হোসাইন।

তিনি বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীরাই একদিন সু-শিক্ষা গ্রহণের মাধ্যমে আমার প্রয়াত বাবার রেখে যাওয়া প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের আগ্রহ ও তাদের প্রদর্শনী দেখে আমি আনন্দিত হয়েছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চান্দিনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম চৌধুরী, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ মুফিদুল হক।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলশান আরা বেগম, সহকারী প্রধান শিক্ষক মোঃ.খোরশেদ আলম, গল্লাই আবেদা নুর বিএম কলেজের অধ্যক্ষ ড. মোঃ আমির খসরু, আবেদা নুর ফাউন্ডেশনের রেক্টর মোঃ শাহজাহান, অভিভাবক সদস্য ডাঃ মোঃ জামাল হোসেন, জয়নাল আবেদীন, মাহাবুবুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেলায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, দোল্লাই নবাবপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজহারুল ইসলাম, কাদুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম, অম্বরপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হান্নান।

মেলায় ৫৯টি স্টল বসে। সকাল ১০টায় মেলাটি শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।

প্রতিবেদক : আতাউর রহমান সোহাগ, ফরিদগঞ্জ
: আপডেট, বাংলাদেশ সময় ১০ : ৫৫ পি.এম ১মার্চ ২০১৮ বৃহস্পতিবার
এইউ