Home / চাঁদপুর / চাঁদ দেখা না গেলে ১৬ জুন চাঁদপুরের ট্রেন ছাড়বে
Comilla Train durvog 2
ফাইল ছবি: চাঁদপুর টাইমস

চাঁদ দেখা না গেলে ১৬ জুন চাঁদপুরের ট্রেন ছাড়বে

আগামী ১৫ জুন ঈদের চাঁদ দেখা না গেলে পরদিন বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম-চাঁদপুর রুটের বিশেষ ট্রেন ছাড়বে।

বুধবার (০৬ জুন) সকালে চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার মো. আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

তিনি বলেন, অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে বুধবার (৬ জুন) আগামী ১৫ জুনের (শুক্রবার) টিকিট দেওয়া হচ্ছে। চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যের ১২টি ট্রেনের ৯ হাজার ৫২২৫টি টিকিটের মধ্যে কাউন্টারে আছে ৬ হাজার ৬৩৬টি। বাকিগুলো অনলাইনে এবং কোটায় দেওয়া হচ্ছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিন মঙ্গলবার চট্টগ্রাম-চাঁদপুর রুটের দুইটি বিশেষ ট্রেনের ৬০০ টিকিট ছাড়া সব বিক্রি হয়েছে। ওই বিশেষ ট্রেনে টিকিট ছিল ৮৯০টি।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চিফ ইন্সপেক্টর সত্যজিৎ দাশ বলেন, এবার টিকিট নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। টিকিট নিতে আসা সবাইকে বিনামূল্যে একটি ছোট ফরম দেওয়া হয়েছে। যাতে টিকিট ক্রয়কারীর নাম, মোবাইল ফোন নম্বর, যাত্রীর নাম, মোবাইল নম্বর, ক্রয় ও যাত্রার তারিখ, ট্রেনের নাম, শ্রেণি, টিকিট সংখ্যা, ভ্রমণকারীর বয়স ইত্যাদি লিখতে হচ্ছে। এসব তথ্য যাচাই-বাছাই করে টিকিট দেওয়া হচ্ছে। প্রতিটি কাউন্টারে অপারেটরের পেছনে একজন কর্মকর্তা বসে সবকিছু নজরদারি করছেন। সন্দেহ হলেই টিকিট দেওয়া হচ্ছে না।

বার্তা কক্ষ

Leave a Reply