চাঁদপুর পুরানবাজারে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তীব্র ঝড়ো হাওয়ায় পুরানবাজার সহ দক্ষিাণাঞ্চলে বেশ কিছু এলাকায় গাছপালা ও ঘর বাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। ।
এ ছাড়াও অভয়াশ্রম শেষে নদীতে মাছ ধরতে নামা বিভিন্ন ট্রলার ও নৌকার ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ের পর বিভিন্ন বৈদ্যুৎতিক খুঁটি ও তারের উপর বিভিন্ন গাছপালা পড়ায় বিভিন্ন জায়গায় প্রায় ১৮ ঘন্টা বিদ্যুৎবিহীন ছিলো।
তবে গ্রামে এখনো বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি । ট্রলার ডুবির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। রবিবার সন্ধ্যা ৭ টায় কাল বৈশাখী ঝড়ে পুরাণবাজারে রণাঘোয়াল, হরিসভা, দোকানঘর, বহরিয়া, চান্দ্রা, হরিণা ফেরিঘাট ও বালিয়ার বেশকিছু গাছপালা ভেঙ্গে যায়।
: আপডেট ৪:৫০ পিএম, ০২ মে ২০১৬, সোমবার
ডিএইচ