চাঁদপুর শহরের রেলওয়ে হাকার্স মার্কেটের ঈদকে সামনে রেখে প্রতিদিন বিপুল সংখ্যক ক্রেতার আনাগোনায় মুখর থাকে। অল্পদামে ভালো পণ্য পাওয়ার নিশ্চয়তায় মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে উচ্চবিত্তরা এ মার্কেটে ভিড় জমায়
এ সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবছর মার্কেটের কিছু ব্যবসায়ী যে যার মতো করে মার্কেটের গলিগুলো দখলে নেয়ার উৎসব শুরু করে। ফলে ক্রেতাদের চলাচলে বিঘœ ঘটে।
শুক্রবার (২৪ জুন) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, রেলওয়ে হকার্স মার্কেটের ভেতরের অধিকাংশ গলি দোকানদারদের দখলে। তারা গলিতে মালামাল রাখার পাশাপাশি মিনি দোকান খুলে বসেছে। ফলে এক গলি ক্রেতা অন্য গলিতে যেতে বেগ পোহাতে হচ্ছে।
মার্কেটের ১৪৮ ও ১৪৯ নং ওয়ান টু নাইটিনাইন দোকানের সামনে গলিতে মিনি আরেকটি দোকান বসানো হয়েছে। ফলে ওই গলিতে ক্রেতারা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।
মার্কেটে কেনাকাটা করতে আসা এক ক্রেতা জানায়, ‘রেলওয়ে মার্কেটটি জেলার সর্ববৃৎ মার্কেট। ঈদে আমার পরিবারকে সাথে নিয়ে কেনাকাটা করতে এসেছি। অথচ কিছু অসাধু দোকানিরা যেভাবে গলিগুলো দখল করে রেখেছে তাতে মানুষ চলাচল করতে পারে না। গলিগুলোতে চলাচলে সমস্যা দেখা দেয়ায় পকেটমাররা সুযোগ নিচ্ছে।’
এ বিষয়ে রেলওয়ে মার্কেট মালিক সমিতির আহ্বায়ক বাবুল ভুইয়া চাঁদপুর টাইমসকে জানান, ‘মার্কেটের গলি রাখা হয়েছে ক্রেতাদের নিশ্চিন্তে চলাচলের জন্য। ঈদের মালামাল বেশি থাকায় কিছু দোকানি দোকানের পাশে গলিতে হয়তো মালামাল রাখছে। তবে কেউ যদি গলিতে মিনি দোকান বসায় তবে এটা ঠিক না। কেউ এমন করলে আমরা সমিতির পক্ষ থেকে ব্যবস্থা নিবো।’
প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১১:২০ পিএম, ২৪ জুন ২০১৬, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur