Home / চাঁদপুর / সামাজিক সংগঠন ‘স্বপ্নতরুর’ কার্যকরী কমিটির সভা সম্পন্ন
Sopnotoru

সামাজিক সংগঠন ‘স্বপ্নতরুর’ কার্যকরী কমিটির সভা সম্পন্ন

‘মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ’ এ প্রতিপাদ্যে চাঁদপুরের সামাজিক সংগঠন স্বপ্নতরুর কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ নভেম্বর) সকালে চাঁদপুর শহরের তালতলা এলাকার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বিগত দিনের কার্যক্রম ও সামনের অগ্রগতি নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কে এম মোরশেদ, সিনিয়র সদস্য খাদিজা আক্তার শান্তা, সদস্য মাইনুদ্দিন মিজি।

এছাড়ও সংগঠনের গঠনতন্ত্র পাঠ করেন সংগঠনের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাউছার খান।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফুল ইসলাম বলেন, ‘স্বপ্নতরু’ রাজনীতিমুক্ত সচেতন একটি সামাজিক সংগঠন। মহান মুক্তিযুদ্ধের চেতনা, ছিন্নমুল মানুষের পাশে দাড়ানো, ‘স্বপ্নতরু’ সামাজিক অসঙ্গতি, শিক্ষার সঙ্কট, বেকারত্ব, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, মাদক মুক্ত সমাজ গড়তে ও নারী নির্যাতনসহ নানামুখী সঙ্কটের বিপরীতে ‘স্বপ্নতরু’ সামাজিক সংগঠন গুরুত্বারোপ ভাবে কাজ করছে। স্বপ্নতরুর সংগঠনের মত সকল সামাজিক সংগঠন মানবতার কল্যাণে এগিয়ে প্রয়োজন। সকলে কাজ করলে সব কাজে সফলতা অর্জন করা যায়।

স্বপ্নতরুর কার্যকরী পরিষদের সভায় সংগঠনের নিবন্ধন, চাঁদা, গঠনতন্ত্র চূড়ান্ত, শীতবস্ত্র বিতরণ, সদস্য সংগ্রহ ও অসহায়দের ঘর নির্মাণ করাসহ পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

প্রেস বিজ্ঞপ্তি
৯ নভেম্বর, ২০১৮