Home / চাঁদপুর / চাঁদপুর স্টেডিয়ামে কাবাডি উদ্বোধনে এসপি শামসুন্নাহার
IMG_20180128_121923

চাঁদপুর স্টেডিয়ামে কাবাডি উদ্বোধনে এসপি শামসুন্নাহার

চাঁদপুর স্টেডিয়ামে ক্রীড়া মাস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার শাসসুন্নাহার পিপিএম।

বক্তব্যে তিনি বলেন, কাবাডি খেলা আমাদের জাতীয় খেলা এবং এর অনেক ঐতিহ্য রয়েছে। কাবাডি খেলা শুধু মাত্র স্টেডিয়ামের গন্ডির মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। এটা গ্রামে গঞ্জ থেকে শুরু করে সকল স্থানে ছড়িয়ে দিতে হবে। তাহলে আমাদের এ আয়োজন সফল হবে। তোমাদের নিয়মিত কাবাডি খেলতে হবে শুধু প্রতিযোগিতা আসলে খেললে হবে না। সব সময় কাবাডি খেলার ধারবাহীকতা ধরে রাখতে হবে।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি উপ কমিটির সভাপতি ওমর পাটওয়ারীর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় উপস্থিত ছিলেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দ, হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, মতলব উত্তর উপজেলার সাধারণ সম্পাদক আজাদ, কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সন্তোষ চন্দ্র সেন, ফরিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন নবী নোমান।

উদ্বোধনী দিনে কাবাডি খেলায় অংশগ্রহণ করে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা বনাম ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা।

হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা বনাম মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা, কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থা বনাম শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা এবং শেষ খেলায় অংশ নেয় হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থা বনাম চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ০৭:০৩ পিএম, ২৮ জানুয়ারি ২০১৮, রোববার
ডিএইচ