Home / চাঁদপুর / চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন
চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন

চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন

চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের ভবন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে নির্মান কাজের শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ ।

এর পরেই কাজটি পরিদর্শনে যান জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সাংস্কৃতিক চর্চা বাস্তবায়ন পরিষদের আহবায়ক শহীদ পাটওয়ারী, সদস্য সচিব ইয়াহিয়া কিরন, জেলা স্কাউটের পরিচালক অজয় কুমার ভৌমিক, বর্নচোরা নাট্য গোষ্ঠির সাধারন সম্পাদক শরীফ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, বিশিষ্ট চিত্র শিল্পি মুক্তিযোদ্ধা সাধন সরকার, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি পিযূষ কান্তি রায় চৌধুরী, নৃত্যঙ্গনের অধ্যক্ষ রুমা সরকার, অনন্যা নাট্য গোষ্ঠির সাধারণ সম্পাদক মৃণাল সরকার, চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, সাবেক সাধারণ সম্পাদক কে এম মাসুদ, অনন্যা নাট্য গোষ্ঠির যুগ্ম সম্পাদক মানিক দাস, মুক্তিযোদ্ধা বাসুদেব মজুদার, স্বরলিপি নাট্য দলের সভাপতি এম আর ইসলাম বাবু, মেঘনা থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি তবিবুর রহমান রিংকু, বঙ্গবন্ধু লেখক পরিষদের সাংগঠনিক সম্পাদক অভিজিত রায় প্রমুখ।

দপুরের সাংস্কৃতিক ও নাট্য সংগঠনগুলোর পূর্ব প্রস্তুতির জন্য কোন স্থায়ী ঠিকানা ছিলো না। দীর্ঘ আন্দোলন সংগ্রাম, মানব বন্ধন সহ নানা কর্মসূচির পর অবশেষে প্রশাসনের সহায়তায় শহরের কদমতলায় একটি ঠিকানা মিলে। চাঁদপুরের ৪০ টি সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ জায়গাটি পাওয়ার পর সরকার ও জেলা প্রশাসনকে কৃতজ্ঞতা জানায়। সংগঠনগুলোর মধ্যে উৎসাহ উদ্দিপনা জেগে উঠে।

]শরীফুল ইসলাম [/author]