চাঁদপুর সাংবাদিক ক্লাবের আয়োজনে সহযোদ্ধাদের সাথে ইলিশ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি শনিবার দুপুরে চাঁদপুর বড় স্টেশন মোলহেডে এ আয়োজনে অনুষ্ঠিত হয়। এসময় করোনার স্বাস্থ্যসচেতনতায় সংগঠনের সদস্য এবং পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
আয়োজনে চাঁদপুর জেলার শহর এবং বিভিন্ন উপজেলা থেকে অর্ধশতাধিক মাঠ পর্যায়ে পেশাদার সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের বিভিন্ন উপজেলা থেকে আগত মাঠ পর্যায়ের পেশাদারী সাংবাদিকরা একে অন্যের সাথে পরিচিত হন এবং একে কুশল বিনিময় করেন।

এসমর উপস্থিত সকলেই চাঁদপুর জেলার মাঠপর্যায়ের সকল পেশাদার সাংবাদিক কল্যাণ এবং তাদের পাশে থাকার লক্ষ্যে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের অভিমত পোষণ করেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম, রোটারিয়ান ডাক্তার মাসুদ হাসান, রোটারিয়ান ডাক্তার রাশেদা আক্তারসহ মাঠ পর্যায়ের পেশাদার সাংবাদিক বৃন্দ।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৯ জানুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur