Home / চাঁদপুর / চাঁদপুর সরকারি হাসপাতালে ডিজিটাল এক্সরে মেশিন উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী
হাসপাতালে

চাঁদপুর সরকারি হাসপাতালে ডিজিটাল এক্সরে মেশিন উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

আড়াই,শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে উন্নতমানের ডিজিটাল এক্সরে মেশিনের শুভ উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি।

১ নভেম্বর বুধবার দুপুরে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নিচ তলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এর শুভ উদ্বোধন করা হয়। 

ডিজিটাল এক্সরে মেশিন উদ্বোধন শেষে  হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চাঁদপুর পৌরসভার সহযোগিতায় আধুনিক ও উন্নতিকরন কাজের পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। 

এমময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সরকারি হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহাবুবুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ শাহাদাৎ হোসেন, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ হারুন-অর-রশিদ, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, বিএমএ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুম,চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ সাইফুল ইসলাম সোহেল, ডাঃ হারুন অর রশিদ,এনাটোনি প্রভাষক আওলাদুজ্জামান সৌরভ, চাঁদপুর সরকারি হাসপাতালেরমেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ মিজানুর রজমান, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মণির চাঁদপুর প্রতিনিধ অ্যাড. সাইফুল ইসলাম বাবু, হাসপাতালের সহকারী রেজিস্টার (মেডিসিন) ডাঃ পীযূষ সাহা, ডাঃ জি এম ফারুকসহ অন্যান্য চিকিৎসক, নার্স, ব্রাদার ও মেডিকেল কলেজের অন্যান্য অধ্যাপক এবং শিক্ষার্থীবৃন্দ। 

অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, চাঁদপুর কালেক্টটরেট জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা মোঃ হাবিব উল্ল্যাহ। 

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২ নভেম্বর ২০২৩