চাঁদপুর সরকারি কলেজে মস্টার্স শেষপর্ব ২০১৫-১৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় কলেজের উদ্ভিববিজ্ঞান বিভাগ মিলনায়তনে বিদায় অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন।
উদ্ভিববিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, শিক্ষাক পরিষদের সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান। উদ্ভিববিজ্ঞান বিভাগ ৩য় বর্ষের শিক্ষার্থী মো. আব্দুর রহমান ও ফাতেমা আক্তার তন্বীর যৌথ পরিচালনায় মস্টার্স শেষপর্ব পরীক্ষার্থীদের মধ্যে রাখেন মো. শাহজালাল, বিশ^জিত চন্দ্র বিশ^াস, আবু বকর সিদ্দিক, আমাআনী ফারহা ও শামছুন্নাহার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন বলেন, চাঁদপুর সরকারি কলেজে প্রত্যেকটি বিভাগে পড়া লেখার মান অনেক উন্নত হয়েছে।
এখন প্রত্যেক বিভাগই বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে থাকে। আশা করি চাঁদপুর সরকারি কলেজের প্রত্যেকটি বিভাগে অধ্যাপক পদ থাকবে। উদ্ভিববিজ্ঞান বিভাগ পূর্বের ন্যায় কামরুল হাছানের নেতৃত্বে সুন্দর ভাবে কর্মকান্ড অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরো বলেন, আমরা যে প্রতিজ্ঞাগুলো করি, তা আমাদের নিজের মধ্যে আকর্ষণ করতে হবে। কারন প্রতিভাকে বিকশিত করতে হলে জ্ঞান অর্জনগুলো কাজে লাগতে হবে। শিক্ষা হচ্ছে মানবসম্পদ উন্নয়নের মুল ভূমিকা। যখন একজন মানুষ শিক্ষাকে কাজে লাগাতে পারে, তখনই সে মানুষ হিসেবে পরিণত হতে পারে। জ্ঞান অর্জনের মাধ্যমে দক্ষ মানুষ হওয়া সম্ভব। তাই আমাদের যে বিষয় নিয়ে পড়াশুনা করি, ওই বিষয় নিয়ে গবেষনা করতে হবে। তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন, উদ্ভিববিজ্ঞান বিভাগের প্রভাষক মহসিন আরাফাত, শেখ সাদী, প্রদর্শক মো. জাকির হোসেন খানসহ উদ্ভিববিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে মস্টার্স শেষপর্ব ২০১৫-১৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের শুভেচ্ছা ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
১৫ অক্টোবর, ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur