Home / চাঁদপুর / চাঁদপুর সব্দার খান সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
Sobdar khan

চাঁদপুর সব্দার খান সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

চাঁদপুর শহরের ১২২নং সব্দার খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ ১৯ ফেব্রæয়ারি সোমবার সকাল ও বিকেলে দুইপর্বে ক্রীড়া ও পুরস্কা বিতরণ করা হয়েছে।

সকালে উৎস্ববমূখর আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী। এবং বিকেলের সমাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।

উদ্বোধন অনুষ্ঠানের জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের সঠিক নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। সরকার শিক্ষায় মানোন্নয়ন এবং শিক্ষিত জাতি গঠনে যুগান্তকারী প্রদক্ষেপ হাতে নিয়েছে।

তিনি বলেন, আমি মনে করি আমার নিস্পাপ সন্তানেরা শিক্ষা প্রতিষ্ঠানেই সবচেয়ে বেশি নিরাপদ। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাতে করে আমার সন্তানেরা লেখাপড়া ও খেলাদুলার সুযোগ পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এখান থেকে তারা যাতে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারে। তাহলেই তারা বড় হয়ে দেশের যোগ্য নাগরীক হতে পারবে।

বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেন, লেখাপড়ার পাশাপাশি অবশ্যই খেলাদুলার প্রয়োজন রয়েছে। কারন খেলাদুলা মন এবং শরীর স্বাস্থ্য ভালো রাখে। শরীর ও মন ভালো থাকলে ভালোভাবে পড়ালেখা করা যায়।

তিনি আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা ধরে রাখার দায়িত্ব আমাদের । বঙ্গবন্ধু একটি উন্নত দেশ চেয়েছিলেন। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত দেশ ও জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমান সরকারের সঠিক সিদ্ধানের ফলে শিক্ষা ব্যবস্থায় অনেক উন্নতি হয়েছে।

শিক্ষানুরাগী ফারুক খানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষিকা নাজনীন আক্তারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, অভিভাবক কমিটির সভাপতি সাংবাদিক আলম পলাশ, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১১:১৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার
ডিএইচ