Home / চাঁদপুর / চাঁদপুর সফরে ১৩ দেশের ৩১ সদস্য সরকারি প্রতিনিধিদল

চাঁদপুর সফরে ১৩ দেশের ৩১ সদস্য সরকারি প্রতিনিধিদল

কুমিল্লা বার্ডের ট্রেনিং এর অংশ হিসেবে ১৩ দেশের ৩১ সরকারি উর্ধ্বতন প্রতিনিধিদল মঙ্গলবার দিনব্যাপী চাঁদপুর সফর করছেন ।

প্রতিনিধির দলের নেতৃত্ব দেন ভারত । সকালে চাঁদপুর সার্কিট হাউজে তাদের অভ্যর্থনা জানান চাঁদপুরের জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মুহাম্মদ লুৎফর রহমান ।

সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ১৩ দেশের সরকারি উর্ধ্বতন প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসনের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । প্রতিনিধিদের মধ্যে রয়েছে ভারত,ওমান, আফ্রিকা,মিশর,লিবিয়া,ঘানা,তাইওয়ান,জর্দানসহ ১৩ দেশ ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল,পুলিশ সুপার শামসুন্নাহার, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক ) মুহাম্মদ লুৎফর রহমান,স্থানীয় সরকার বিভাগের উপরিচালক মোঃ ওহেদুজ্জামান, এনডিসি প্রমুখ । আরো উপস্থি ছিলেন কুৃমিল্লা বার্ডের ৬ কর্মকর্তা ।

এরপর ১৩ দেশের প্রতিনিধিরা চাঁদপুরের পদ্ম ও মেঘনা নদী সফর করেন । সফর শেষে বিকেলে চাঁদপুর ত্যাগ করেন ।

এ ব্যাপারে রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মুহাম্মদ লুৎফর রহমান জানান, কুমিল্লা বার্ডের টেনিং এর অংশ হিসেবে ১৩ দেশের ৩১ সরকারি উর্ধ্বতন প্রতিনিধি দল চাঁদপুরে এ সফর ।

আমরা জেলা প্রশাসন থেকে তাদের সহযোগিতা করেছি ।

: আপডেট ০১:১২ এএম, ০২ মার্চ ২০১৬, বুধবার
ডিএইচ