Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর উপজেলায় এসডিএফ কর্মশালা
চাঁদপুর সদর উপজেলায় এসডিএফ কর্মশালা

চাঁদপুর সদর উপজেলায় এসডিএফ কর্মশালা

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর নূতন জীবন লাইভলীহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট বিষয়ক অবহিতকরণ কর্মশালা বুধবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথির হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান শফিকুজ্জামান। তিনি বক্তব্যে বলেন, অর্থিক ভাবে দেশ অনেক এগিয়েছে। চাঁদপুর ছোট জেলা হলেও, এখানে রাজনৈতিক সহ সকল কিছুর অবস্থান সন্তোষ জনক। এখানকার মানুষ সংগ্রামী। সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে ৫ টি ইউনিয়নের পাশে নদী হওয়ায় এলাকাগুলোর জনগন একটু কষ্টেই জীবন যাপন করছে। সকলের অবস্থান থেকে গ্রামীন দরিদ্র জনগোষ্ঠী কে কর্মসংস্থানের মাধ্যমে পরিবর্তন ঘটাতে হবে।

তিনি আরো বলেন, এসডিএফ’র প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রে সদর উপজেলা ও সকল মানুষের সহযোগিতা পাবেন। দেশ এখন সর্ব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক ভিত্তি মজবুত হয়েছে। রেমিটেন্স, রিজার্ভ, রপ্তানি আয়, মানুষের মাথাপিছু আয় অনেক বেড়েছে। ২০৩০ সালের মধ্যে দেশে ৩০টি ইকেনিমিকজোন তৈরি করার প্ররিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে, দেশে আর বেকার থাকবেনা।

এসডিএফ’র অঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আসাদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান।

জেলা এসডিএফ’র যুব কর্মসংস্থান ও পুষ্টি কর্মকর্তা মোছাঃ জীবন আরা তিথীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, এসডিএফ’র জেলা ব্যবস্থাপক মো. রুহুল আমিন খন্দকার।

]মাজহারুল ইসলাম অনিক[/author]