জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সানজিদা শাহনাজ স্মৃতি চাঁদপুর সদর উপজেলার ইউএনও (উপজেলা নির্বাহী অফিসার) পদে নিয়োগ পেয়েছেন।
ব্রাহ্মনবাড়িয়ার এই কৃতি সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এ্যাপ্লাইড ম্যাথমেটিকসে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জনের পর ৩৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন।
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিট্রেট পদে যোগদানের পর এই কর্মকর্তা ১ ফেব্রুয়ারি ২০১৮ সাল হতে ৫ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত রাজবাড়ি সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) পদে কর্মরত ছিলেন।
১৯ সেপ্টেম্বর ২০১৯ হতে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে নিযুক্ত হন। ২০ ডিসেম্বর এই কর্মকর্তা চাঁদপুর সদর উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার কানিজ ফাতেমার স্থলাভিষিক্ত হলেন।
স্টাফ করেসপন্ডেট,২২ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur