Home / চাঁদপুর / অরক্ষিত চাঁদপুর শিশু পরিবার : মাদকসেবীদের আনাগোনা
চাঁদপুর শিশু পরিবার

অরক্ষিত চাঁদপুর শিশু পরিবার : মাদকসেবীদের আনাগোনা

চাঁদপুর বাবুরহাট এলাকার সরকরি শিশু পরিবার এখনো অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। প্রতিদিন মাদকসেবীদের আনোগনা করতে দেখা যায়। মাদকসেবীরা সরকারি শিশু পরিবারের যায়গাটি নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়ে মাদকসেবনসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছন।

প্রতিষ্ঠানটিতে গিয়ে জানা যায়, চাঁদপুর সরকারি শিশু পরিবারে ১শ’ ৭৫জন শিক্ষার্থী থেকে লেখা পড়া করে। এখানে ৫ম শ্রেণী পর্যন্ত মেয়েদের লেখা পড়া করার যুযোগ রয়েছে। এরপর অন্য মেয়েদেরকে বিভিন্ন স্কুলে পড়তে হয়।

শিশু পরিবারের যায়গাটি পুরো অরক্ষিত অবস্থায় রয়েছে। সেখানকার বিভিন্ন স্থানে দেয়াল না থাকায় বহিরাগত যুবকরা অনায়াশে প্রবেশ করে।

এ বিষয়ে সরকরি শিশু পরিবারের ভারপ্রাপ্ত সরকারী তত্ত্বাবধায়ক মো. আব্দুল লতিফ চাঁদপুর টাইমসকে জানান, আমরা শিশু পরিবারের পক্ষ থেকে অনেকবার প্রশাসনকে জানিয়েও এর স্থায়ী কোনো ব্যবস্থা নিতে পারিনি। প্রশাসনকে অনেকবার বলেছি এখানে দেয়াল তৈরি করে দেওয়ার জন্য কিন্তু প্রশাসন করে দেয়নি।’

তিনি আরো জানান, ‘দীর্ঘদিন ধরে অরক্ষিতভাবে রয়েছে শিশু সদনটি। যার কারণে অহরহ বহিরাগত লোক এখানে প্রবেশ করে। এখানকার পকেট গেইটের কারণে বেশির ভাগ অরক্ষিত থাকে শিশু পরিবার। অন্যদিকে সীমানা প্রাচীর না থাকায় বহিরাগতরা এসে এখানে মাদক সেবন করে। শিশু পরিবারের উত্তর পাশের স্থানে বেশি মাদক সেবন চলে।’

নিরাপত্তা সংকটের বিষয়ে তিনি চাঁদপুর টাইমসকে জানান, ‘বহিরাগত যুকররা এখানে মাঝে মাঝে ভেতরে ঢুবে মেয়েদেরকে উত্যক্ত করে। কাউকে কিছু বললে ভয় ভীতি দেখায় আমাদের। আমাদের প্রতিনিয়ত নিরুপায় হয়ে এখানে কাজ করতে হয়। বলা চলে এখানকার মেয়েদের তেমন কোন নিরাপত্তা নেই।’

এদিকে মাদকের টাকার জোগাতে শিশু পরিবারের পরিত্যাক্ত ভবনের টিন, এঙ্গেলসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

বাবুরহাট শিশু পরিবারে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির ভেতর দিয়ে অন্য একটি বাড়ির রাস্তা হিসেবে ব্যবহার হচ্ছে।

এ বিষয়ে সরকারি শিশু পরিবারের ৭ম শ্রেণীর ছাত্রী আমেনা আক্তার জানায়, ‘এখানে বড় সমস্যা হচ্ছে বহিরাগতদের আন গোনা। তারা আমাদেরকে বিভিন্ন ভাবে উত্যক্ত করে থাকে। আমরা তাদের ভয়ে রুম থেকে মাঠে আসতে পারি না। তারা আমাদের দেখে বিভিন্ন মন্তব্য করে থাকে। ভবনের নিচে তারা দাঁড়িয়ে সিগারেট খায়।’

এলাকাবাসী জানায়, স্থানীয় যুকবসহ বহিরাগত কয়েকজন মিলে শিশু পরিবারের স্থানটি ব্যবহার করছে। তরা এলাকাটিকে নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করে মাদক সেবন ও ব্যবসা চালিয়ে যাচ্ছে। এছাড়া তারা শিশু পরিবারের পরিত্যাক্ত কয়েকটি ভবনে দিনে ও রাতে মাদক সেবনের মিলন মেলা হিসেবে ব্যবহার করছে। এনিয়ে শিশু পরিবারের মঝে সব সময় আতংঙ্ক বিরাজ করছে।

সরকারি শিশু পরিবার কর্তৃপক্ষ ও অসহায় মেয়েরা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

: আপডেট, বাংলাদেশ সময় ৯:০০ পিএম, ১৮ নভেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ

চাঁদপুর শিশু পরিবার

About The Author

প্রতিবেদক- শরীফুল ইসলাম

Leave a Reply