Home / শিল্প-সাহিত্য / চাঁদপুর শিল্পকলা একাডেমিতে‘লাল জমিন’মঞ্চস্থ
LAL

চাঁদপুর শিল্পকলা একাডেমিতে‘লাল জমিন’মঞ্চস্থ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ‘লাল জমিন’ নাটক মঞ্চস্থ হয়েছে। চাঁদপুর শিল্পকলা একাডেমিতে চাঁদপুর থিয়েটার ফোরাম আয়োজিত লাল জমিন নাটকটিতে একক অভিনয় করেন মোমেনা চৌধুরী। নাটকটি লিখেছেন মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।

অভিনেত্রী মোমেনা চৌধুরী জানান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘লাল জমিন’ নাটকের কাহিনী। কিশোরী এক মেয়েকে ঘিরে এর গল্প আবর্তিত হয়েছে। শুধু মুক্তিযুদ্ধ নয়, তারপর আরো কয়েকটি দশক। সে কিশোরীর মনে জেগেছে নতুন কিছু প্রশ্ন। লাল জমিন এমনই কিছু প্রশ্নের উত্তর খোঁজার একটি প্রয়াস।

মোমেনা বলেন, ‘২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যম-লে ‘লাল জমিন’ নাটকটির প্রথম মঞ্চায়ন হয়। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ দেশে-বিদেশে নাটকটির মঞ্চায়ন প্রশংসিত হয়েছে। বিভিন্ন স্কুল-কলেজেও নাটকটির প্রদর্শনী শিক্ষার্থীদের মাঝে সাড়া জাগিয়েছে।’

গুণী এ অভিনেত্রী আরো বলেন,‘ নাটকটি নিয়ে এরইমধ্যে আমরা দেশে-বিদেশে শতাধিক প্রদর্শনী করেছি। সবার কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। দেশের বিভিন্ন স্কুল-কলেজে নাটকটি মঞ্চায়নের পর শিক্ষার্থীরা চিঠি লিখে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। এ বিষয়টা শিল্পী হিসেবে দারুণ মুগ্ধ করেছে। লাল জমিন নাটকের পোশাক পরিকল্পনা করেছেন ওয়াহিদা মল্লিক।’

সংগীত পরিকল্পনা করেছেন জুলফিকার চঞ্চল ও রামিজ রাজু। সংগীতে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, রামিজ রাজু ও নীলা সাহা।

চাঁদপুর শিল্পকলা একাডেমিতে লাল জমিন নাটকিতে সার্বিক তত্ত্ববধানে ছিলেন চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি শহীদ পাটওয়ারী ও সাধারণ সম্পাদক শুকদেব রায়সহ থিয়েটার ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিবেদক : শরীফুল ইসলাম
আপডেট, বাংলাদেশ সময় ৯:৪৫ পিএম,১৭ আগস্ট ২০১৮,শুক্রবার
এজি

Leave a Reply