চাঁদপুর সংগীত নিকেতনের আয়োজনে বিদ্রহী কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল জয়ন্তী বৃহস্পতিবার সন্ধায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পালিত হয়েছে।
নজরুল জয়ন্তী’র সাংস্কৃতিক অনুষ্ঠানপূর্বক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ-পরিচালক ওয়াহিদুজ্জামান।
বিশেষ অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফুজ্জামান। সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জীবন কানাই চক্রবর্তীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আবু সালেহ্ মো. আব্দুল্লাহ, কবি ও লেখক ডা. পীযূষ কান্তি বড়ুয়া।
আলোচনা শেষে সংগীত নিকেতনের শিল্পীদের পরিবেশনায় মনোঙ্গ নজরুল সংগীত ও নৃত্যানুষ্ঠান পরিবেশন করা হয়। সব শেষে নজরুল জয়ন্তী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
]আশিক বিন রহিম[/
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur