Wednesday, 06 May, 2015 7:24:22 PM
স্টাফ করেসপন্ডেন্ট:
ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শিবির সভাপতি ও সাবেক সেক্রেটারী ইসমাইল খানকে গ্রেফতার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেফতারের খবরটি নিশ্চিত করে জানান, বুধবার বিকাল পৌনে ৪টায় মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দন সঙ্গিয় ফোর্স নিয়ে মোস্তান বাড়ি এলাকা থেকে শিবির সেক্রেটারীকে (বর্তমান সভাপতি) তার বাসা থেকে গ্রেফতার করে। এসময় তার সাথে আব্দুল আউয়াল নামে এক শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে।
এ দিকে দলীয় একটি সূত্র অভিযোগে জানান, পুলিশ ইসমাইল খানকে গ্রেফতারের সময় তার বাসা থেকে ১টি কম্পিউটার, ১টি ল্যপটপ, নগদ টাকাসহ বই পুস্তক নিয়ে যায়।
চাঁদপুর টাইমস/ডিএইচ/এএইচ/2015