চাঁদপুর শহরের মিশন রোডে এলাকায় ৩ ফার্মেসীকে তিন হাজার পাচঁশত টাকা জরিমানাসহ তিনটি মামলা দেয়া হয়েছে। আজ দুপুর নির্বাহী ম্যাজেষ্ট্রেট আক্তার জাহান সাথী নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়।
তিনি জানান, ঔষধ আইন ১৯৪০ এর(১৮) ধারা ভাংঙ্গার অপরাধে শেখ ফার্মেসীর শরিফ শেখকে এক হাজার, শাহী ফার্মেসীর আনোয়ারকে পাচঁশত টাকা, একাতা ফার্মেসীকে ২০০০ টাকা অর্থদণ্ডসহ ৩টি মামলা দেয়া হয়। এবং ফার্মেসী থেকে বিপুল সংখ্যক মেয়াদউর্ত্তীণ ঔষধ ও অনুমোদন বিহীন ঔষধ পাওয়া যায়।
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক(ড্রাগ সুপার) মিসেস ফোয়ারা ইয়াছমিন, জেলা প্রশাসন অফিস প্রেসকার মো: জহিরুল ইসলাম, হারুন আর রশীদ। নির্বাহী ম্যাজেষ্ট্রেট জানান এ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ৭ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur