Home / চাঁদপুর / চাঁদপুর শহরে ১৪ অবৈধ অটোবাইক বিনষ্ট
auto-bike-driving-licence
ফাইল ছবি

চাঁদপুর শহরে ১৪ অবৈধ অটোবাইক বিনষ্ট

চাঁদপুর পৌরসভার অভ্যন্তরে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত অবৈধ রিক্সা ও অটোবাইকের উপর ভ্রামমাণ অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত করেছে চাঁদপুর পৌরসভার লাইসেন্স শাখা শহরের ৬টি পয়েন্টে অভিযান চালায়।

পৃথক এ অভিযানে ব্যাটারি চালিত ১৪টি অবৈধ অটোবাইক বিনষ্ট করা হয়।

জানা যায়, চাঁদপুর শহরের যানজট নিরসন ও শান্তি-শৃংঙ্খলা রক্ষায় এবং অবৈধ ব্যাটারি চালিত অটোবাইক উচ্ছেদের লক্ষ্যে পৌর মেয়র নাছিরউদ্দিন আহমেদের নির্দেশে বুধবার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অভিযান চালায়।

এসময় শহরের পালবাজার মোড়, প্রেসক্লাব সড়ক, মিশন রোড, ওয়ারলেস মোড়, জিটি রোড, বিষ্ণদী রোড এলাকায় ৬টি পয়েন্টে অভিযান চালিয়ে ব্যাটারী চালিত ১৪টি অবৈধ অটোবাইক বিনষ্ট করা হয়।

অভিযানে অংশ নেন চাঁদপুর পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক রাফি রাসেল, রফিকুল ইসলাম, ফারহান জিকু , স্বপন চৌধুরী, আব্দুল বেপারী, শাহালম পাটওয়ারী, হাসান শরীফ, মোক্তার গাজী প্রমুখ।

পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোশারফ হোসেন বলেন, মেয়র স্যারের নিদের্শেই আমরা অবৈর্ধ ব্যাটারিচালিত রিক্সার উপর অভিযান চলছে। এ অভিযান আগামিতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আশিক বিন রহিম
আপডেট, বাংলাদেশ সময় ৯: ৩৩ পিএম, ৫ এপ্রিল ২০১৭, বুধবার
ডিএইচ

Leave a Reply