চাঁদপুরে জাকজমকপূর্ণ আয়োজনে সিঙ্গার এক্সক্লুসিভ শো-রুম এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে শহরের ষোলঘর পুলিশ সুপার কার্যালয়ের বিপরীত পাশে ফিতা কেটে শো-রুমের উদ্বোধন করেন সিঙ্গার বাংলাদেশের সেলস ডিরেক্টর কাজী রফিকুল ইসলামসহ অতিথিরা।
পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিঙ্গার বাংলাদেশে সেলস ডিরেক্টর কাজী রফিকুল ইসলাম বলেন, সিঙ্গার পণ্যের গুনগত মানে কখনো আপোষ করেনি এবং ভবিষ্যতেও করবেন। এবছর সকল কোম্পানি পণ্যের দাম বৃদ্ধি করেছে। একমাত্র সিঙ্গার ক্রেতাদের কথা চিন্তা করে কোন পণ্যের দাম বৃদ্ধি করা হয়নি। তাই সিঙ্গার সারাদেশের মধ্যে চাঁদপুরে এক নাম্বার অবস্থানে রয়েছে।
চাঁদপুর ফিউচার এনার্জি এন্ড ইলেকট্রনিক্স পরিচালক মো. সবুজ খানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন সিঙ্গার বাংলাদেশের সেলস ম্যানেজার ইসমাঈল হোসেন, চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলমগীর গাজী, ফিউচার এনার্জি এন্ড ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা কাউসার, বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজসেবক মো. আরিফুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চাঁদপুর ফিউচার এনার্জি এন্ড ইলেকট্রনিক্সের পরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম ও মোহাম্মদ ফরহাদ আলমসহ আরো অনেকে।
পরে শো-রুমের উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঘোলঘর পাঁকা মসজিদের ইমাম মাও. মিজানুর রহমান।
উল্লেখ্য, চাঁদপুর ষোলঘর পুলিশ সুপার কার্যালয়ের বিপরীত পাশে সিঙ্গার শো-রুমের ল্যাপটপ, রাইস কুকার, মোবাইল, ব্লেন্ডার, গ্যাস স্টোভ ও ফ্যানসহ সকল হোম এপ্লিয়েন্স পণ্য সহজ শর্তে কিস্তিতে পাওয়া যাবে।এছাড়াও মাত্র ২০%-৪০% টাকা জমা দিয়েই পাচ্ছেন পণ্য কিস্তিতে ক্রয়ের সুবর্ণ সুযোগ। ফ্রিজে ০% ইন্টারেস্টে সর্বোচ্চ ৬ মাসের কিস্তির সুবিধা ও এসিতে ০% ইন্টারেস্টে ১২ মাসের কিস্তিতে সুবিধা রয়েছে।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ৯ নভেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur