গত দুই দিন ধরে নিখোঁজ চাঁদপুর ডিএন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মোঃ মাহিন হোসেন।
বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে অবশেষে চাঁদপুর সদর মডেল থানায় নিখোঁজ সংক্রান্ত জিডি করা হয়। জিডি নং ১৭৫১, তাং ২৭/১০/২০২১ খ্রিঃ।
মাহিনের পিতা মোঃ শাহাদাত হোসেন বেপারী জানান, গত ২৭ অক্টোবর বুধবার বেলা সাড়ে ১১টায় মাহিন হোসেন কাউকে কিছু না বলে চাঁদপুর শহরস্থ নিউ আলিমপাড়ার ৮০১ খান নিবাস ভাড়া বাসা থেকে বের হয়ে যায়। পরবর্তী সময় সে আর ঘরে ফিরে না আসলে তার পরিবার পরিচিত ও আত্মীয় স্বজন বিভিন্ন জনের কাছ থেকে খোঁজ খবর নিতে থাকে। কিন্তু কেউ তাদের ছেলের সন্ধান দিতে না পারায় তারা শঙ্কিত হয়ে পড়ে এবং এদিনেই চাঁদপুর মডেল থানায় একটি জিডি করেন। জিডির দুদিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
১২ বছর বয়সী মাহিন হোসেন যখন বাসা থেকে বের হয়ে যায় তখন তার পরনে থ্রি কোয়ার্টার প্যান্ট ও খয়েরি রংয়ের গোল গলা গেঞ্জি ছিলো। তার মুখমণ্ডল গোলাকার, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি। কোনো সুহৃদ ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭৯৯০৮৯৯২৮ নম্বরে যোগাযোগ করার জন্যে অনুরোধ জানানো হয়েছে।
স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur