চাঁদপুর শহরে ফল ব্যবসায়ীর টাকার বালতি নিয়ে পালানোর সময় ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়েছে জনতা। পরবর্তীতে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৪ জুন বুধবার দুপুর সাড়ে ১২ টায় চাঁদপুর শহরের কালিবাড়ি রেলওয়ে কোট স্টেশন প্লাটফর্মে।
জানা যায়, রেলওয়ে কোট স্টেশন প্লাটফর্মের ফল ব্যবসায়ী শাহাবুদ্দিন প্রতিদিনের মতো আড়ৎ থেকে বিভিন্ন ফল ক্রয় করে সকালে তার দোকান সাজায়। দুপুর অনুমান সাড়ে ১২ টার দিকে চাঁদপুর শহরের ইচুলী এলাকার বেপারি বাড়ির আব্দুল হালিম বেপারীর ছেলে হেলাল হোসেন বেপারী (৩০) শাহাবুদ্দিনের ফল দোকানে এসে বিভিন্ন ফলের দাম জানতে চায়। এর এক পর্যায়ে এসে তার ক্যাস হিসেবে ব্যবহৃত কালো রঙের একটি বালতিতে রক্ষিত টাকা দেখতে পেয়ে সেই টাকার বালতি নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি দিন ও তার সাথের দোকানিরা টের পেয়ে ছিনতাইকারী হেলালের পিছু ধাওয়া করে।
পরবর্তীতে জনগণের সহায়তায় তাকে বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদের কাছে ধরে গণধোলাই দিয়ে জনতা তাকে পুলিশে হাতে সোপর্দ করে। ভুক্তভোগী শাহাবুদ্দিন জানায় ইতিপূর্বে এই ব্যক্তি আরো কয়েকবার তার টাকার বালতি নিয়ে পালিয়ে ছিল। আজকে আবার একই ধরনের ঘটনা ঘটালে জনতার সহায়তায় তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১৪ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur