চাঁদপুরে লঞ্চঘাটে মাটির কারনে লঞ্চ ভিড়তে সমস্যা হওয়ায় ড্রেজিং এর কাজ শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। ১৩ জানুয়ারী বৃহস্পতিবার সকালে চাঁদপুরে লঞ্চঘাটে কাজের উদ্বোধন করা হয়।
জানা যায়, চাঁদপুরে লঞ্চঘাটে মাটির কারনে লঞ্চ ভিড়তে সমস্যা হওয়ায় সাড়ে ৯১ মিটার (৩শ’ ফিট) এরিয়া ড্রেজিং করা হবে। পাশে ড্রেজিং করা হবে প্রায় ৭৫ ফিট। ঠিকাদারি প্রতিষ্ঠান হলো আলহাজ্ব কামরুল হাসান রিপনের পরিচালিত মেসার্স নূর এন্টার প্রাইজ কোঃ লিঃ।
এসময় বরিশাল ড্রেইজিং ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু বকর সিদ্দিক, চাঁদপুর বন্দর কর্মকর্তা মোঃ কায়সারুল ইসলাম, যুগ্ম পরিচালক মোঃ মাহমুদুল হাসান থানদার, চাঁদপুর নৌ থানার ওসি মোঃ মুজাহিদুল ইসলাম, বরিশাল ড্রেইজিং ডিভিশনের মোহাম্মদ হোসেন, বিআইডব্লিউটি এর টিআই শাহ আলম, সুমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর বন্দর কর্মকর্তা মোঃ কায়সারুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানায়, চাঁদপুর লঞ্চঘাটে ড্রেজিং এর পর মাটির কারণে লঞ্চ ভিড়তে আর সমস্যা হবে না।
বরিশাল ড্রেইজিং ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু বকর সিদ্দিক, বর্তমানে ড্রেজিং স্থানে ৪ হাজার ঘনমিটার মাটি রয়েছে। শুষ্ক মৌসুমে ড্রেজিং এর পর চাঁদপুর লঞ্চঘাটে সর্বনিন্ম ৮ ফিট পানি থাকবে। বর্তমানে ২ ফিট পানি রয়েছে। ড্রেজিং এর মাধ্যমে ৬ ফিট মাটি কাটা হবে।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, আশিক বিন রহিম, ১৩ জানুয়ারি ২০২২