Home / সারাদেশ / ফরিদগঞ্জে প্রফেসর এম তবিবুল্লার দাফন সম্পন্ন
প্রফেসর

ফরিদগঞ্জে প্রফেসর এম তবিবুল্লার দাফন সম্পন্ন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারন সম্পাদক প্রফেসর এম তবিবুল্লাহ ইন্তেকাল করছেন। (ইন্নালিল্লাহি….রাজিউন)।

১৩ জানুয়ারী বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়ে আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। একইদিন বাদ আসর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রফেসর এম তবিবুল্লার জানাজায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক মিন্টু পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান জি.এস তছলিম, পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান, সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মহফুজুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্লা তপদার, সাবেক কমান্ডার আলী হোসেন, কাউন্সিলর জাহিদুল হোসেন।

প্রতিবেদকঃ শিমুল হাছান