Home / চাঁদপুর / চাঁদপুর লঞ্চঘাটে নৌ-পুলিশের তল্লাশি
Tollashi launch ghat

চাঁদপুর লঞ্চঘাটে নৌ-পুলিশের তল্লাশি

জিয়া অরফ্যানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে, যাত্রী সাধারণের নিরাপত্তা, অবৈধ মালামাল রোধে চাঁদপুর লঞ্চ টার্মিনালে কঠোর অবস্থান নিয়েছে নৌ-থানা পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, পুলিশ সন্দেহভাজন যাত্রী ও ব্যাগভর্তি বিভিন্ন মালামাল মেটার ডিটেক্টর দিয়ে তল্লাশি করছেন।

এ ধরনের অভিযানে যাত্রীদের একাধিক মন্তব্য পাওয়া যায়। কেউ কেউ বিষয়টিকে বাড়াবাড়ি বললেও অনেক যাত্রী এ ধরনের অভিযানকে অনেকেই সাধুবাধ জানিয়েছেন।

যাত্রীদের দাবি, এ ধরনের অভিযানে সর্বদা অব্যাহত রাখা প্রয়োজন।

এ বিষয়ে চাঁদপুর নৌ-থানার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসেম চাঁদপুর টাইমসকে জানান, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যাত্রী সাধারণের নিরাপত্তায় গত ৫ জানুয়ারি থেকে নৌ-পুলিশ লঞ্চঘাটে কাজ করছে।’

এ কার্যক্রম পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত চলবে বলে তিনি জানান।

এদিকে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে সামনে রেখে গত দু’দিনে বিএনপি চাঁদপুরে বিএনপি ও জামায়াতের অন্তত অর্ধশত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাত থেকে মঙ্গলবার পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ০৭:৩৩ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার
ডিএইচ