Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুর লক্ষীপুরে পুলিশের চেকপোস্টে মাদক কারবারি গ্রেপ্তার
পুলিশের

চাঁদপুর লক্ষীপুরে পুলিশের চেকপোস্টে মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুর সদর মডেল থানার অভিযানে ২শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোর রাতে সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সিনপ্লেক্স মার্কেটের সামনে পুলিশের চেকপোস্টে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাহুল সিএনজিতে করে ঢাকা যাওয়ার সময় গ্রেফতার হয়। অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর মডেল থানার এসআই সেলিম উল্লাহ, এএসআই সাইফুল, এএসআই অহিদ উল্লাহ সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার এসআই সেলিম উল্লাহ জানান, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম এর নেতৃত্বে চেকপোস্ট বসায় পুলিশ। রোববার রাত সোয়া ৩টায় সিএনজির যাত্রীদের ব্যাগ তল্লাশী করা হয়। এসময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর ব্যাগ তল্লাশী করে ২ শ ২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, রোববার মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ২৪ জুলাই ২০২৩