চাঁদপুরে র্যাবের অভিযানে ১৭ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করা হয়েছে। ৩১ মার্চ শুক্রবার দিনগত রাতে র্যাব-১১ এর একটি টিম চাঁদপুর শহরের বড়ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক মাদককারবারী জসিম (২৮) কক্সবাজার জেলার টেকনাফ থানার পূর্ব পানখালি গ্রামের মৃত বশির আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি বলেন, কক্সবাজার থেকে পাচারের জন্য জব্দকৃত ইয়াবাগুলো চাঁদপুরে আনা হয়। তারা অভিনব কায়দায় একটি হটপটের ভিতরের ইয়াবাগুলো রেখে সামনের দিকে স্কচটেপ ও পলিথিন পেচিয়ে নিয়ে এসেছিলো। ইয়াবার গন্ধ যেনে হটপটের বাহিরে না যায়, সেজন্য হটপটে ইফতার ও অন্যান্য খাদ্যসামগ্রী রেখেছিল।
জিজ্ঞাসাবাদে আটক জমিম জানায় সে দীর্ঘদিন যাবত চট্টগ্রাম, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে ইয়াবা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় এবং সরবরাহ করে আসছিলো। আটক জসিমকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur