Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুর-রায়পুর সড়কে সিএনজি স্কুটার উল্টে গুরতর আহত ২
চাঁদপুর-রায়পুর সড়কে সিএনজি স্কুটার উল্টে গুরতর আহত ২
আহত যাত্রী রবিন ও চালক ফারুক আহমেদ

চাঁদপুর-রায়পুর সড়কে সিএনজি স্কুটার উল্টে গুরতর আহত ২

চাঁদপুর-রায়পুর, লক্ষ্মীপুর সড়কে সিএনজি স্কুটার দুর্ঘটনায় চালকসহ এক যাত্রী গুরতর আহত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) বেলা সাড়ে ১১ টায় সড়কের ইসলামপুর গাছতলা ব্রীজের উপর এ ঘটনা ঘটে।

আহতরা হলেন লক্ষ্মীপুর জেলার সোনাপুর গ্রামের নাছির হোসেনের পুত্র চালক ফারুক হোসেন (২২) ও খলিলুর রহমানের পুত্র তহিদুল ইসলাম রবিন (২৪) । এদের মধ্যে যাত্রী রবিনের অবস্থা আশংকাজনক।

সিএনজি চালক ফারুক হোসেন চাঁদপুর টাইমসকে জানায়, ‘সে রায়পুর থেকে যাত্রী নিয়ে চাঁদপুরের দিকে আসছিলো গাড়িটি গাছতলা ব্রীজ অতিক্রম করে নিচে নামার সময় হঠাৎ সিএনজি স্কুটারের সামনের চাকা (এক্সেলার) ভেঙ্গে গাড়িটি কয়কবার পল্টি খেয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে যাত্রী তহিদুল রবিনের একটি চোখে প্রচন্ড আঘাত লাগে ও একটি পা ভেঙ্গে যায়।

এছাড়া তার শরীরের বিভিন্ন অংশের চামড়া উঠে গিয়ে রক্তাক্ত জখম হয়।

প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে চাদঁপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। যাত্রী তহিদুল ইসলাম রবিনের অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

প্রতিবেদক- কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ০৮:৫০ পিএম, ৯ জুন ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ