চাঁদপুর মেঘনা নদী থেকে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
রোববার সন্ধ্যা ৬ টায় চাঁদপুর লঞ্চঘাট এলাকার টিলা বাড়ির সামনে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেছে পুলিশ। মডেল থানার এসআই জহির লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পুলিশ জানায়, অজ্ঞাত ৩০ হতে ৩৫ বছর বয়সী যুবক ৪/৫ দিন পূর্বে নিহত হয়ে নদীতে পতিত হয়। এ কারণে লাশটি অর্ধ গলিত অবস্থায় ভাসতে ভাসতে এসে টিলা বাড়ির সামনে মেঘনা নদীতে দেখতে পায় স্থানীয়রা।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশটি অর্ধগলিত হওয়ায় তার চেহারা সনাক্ত করা সম্ভব হয়নি। তবে নিহত যুবকের পরনে জিন্সের প্যান্ট ও গায়ে ফুল হাতা কালো গেঞ্জি ছিল। গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কি কারণে এই মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
ধারণা করা হচ্ছে লঞ্চ থেকে পরে গিয়ে যুবকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশটি আঞ্জুমান মফিদুল ইসলাম এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
করেসপন্ডেট
১৮ ফেব্রুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur