চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে বিদ্যালয় মিলনায়তনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ হোসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. আবু ছালেহ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সাইফুল হক প্রমুখ।
সহকারী শিক্ষক মাসুদুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খালেদা খানম, সহকারী শিক্ষক আ. খালেক ও কামরুল আহসান।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলী রাজা জামে মসজিদের ইমাম হাফেজ মাও. মো. ইসমাইল হোসেন।
প্রতিবেদক-আশিক বিন রহিম
।। আপডটে, বাংলাদশে সময় ১১ : ৪২ পিএম, ২৪ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur