চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক। আপডেট: ১২:৩১ অপরাহ্ণ, ১১ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার
চাঁদপুর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ওসি মামুনুর রশিদ যোগদান করেছেন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে তিনি চাঁদপুর মডেল থানার দায়িত্ব বুঝে নেন।
মামুনুর রশিদ চাঁদপুর ডি.আই.ওয়ান হিসেবে প্রায় ১৪ মাস দায়িত্ব পালনের পর মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।
তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশ বিভাগে যোগদানের পর সিলেট, রাঙ্গামাটি, চট্রগ্রাম, ঢাকা, সুনামগঞ্জ ও চাঁদপুর সদরে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এর পূর্বে ৩টি থানায় ৫ বছর ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অবশেষে চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে বৃহস্পতিবার রাতে তিনি চাঁদপুর মডেল থানার দায়িত্ব নেন। তাঁ জন্মস্থান কুমিল্লা জেলার সদর উপজেলায়। সংসার জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক।
চাঁদপুর টাইমস- ডিএইচ/২০১৫।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur