চাঁদপুর মডেল থানায় নিয়মিত মাসিক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুলাই) থানার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্যাহ অলি।
ওসি তদন্ত মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে ও ইন্সপেক্টর অপারেশন এন (সিপিআই) হারুনুর রশিদের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সহ সভাপতি রোটাঃ মোঃ জামাল হোসেন, চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সালাউদ্দিন মোঃ জিন্নাহ, চাঁদপুর অঞ্চল ৫ এর কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, চাঁদপুর অঞ্চল ১ কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সিরাজুল ইসলাম সিরু মিজি, ৮ নং বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন হিরু।
এসময় চাঁদপুর মডেল থানার এস আই রাশেদুজ্জাম, এস আই অনুপ চক্রবর্তীসহ বিভিন্ন পুলিশ সদস্য ও কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur