চাঁদপুর পৃথক স্থানে বিদ্যুতিক সর্ট সার্কিটে ২ শ্রমিক আহত হয়েছে। রবিবার ( ২২ মে ) বিকেলে শহরের রহমতপুর আবাসিক এলাকায় ও ৩নং কয়লাঘাটে এ দুঘর্টনা ঘটে।
আহত শ্রমিকরা হলেন ঃ ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম গুবিন্দপুর গাজী বাড়ির অহিদ গাজীর ছেলে আব্দুল্লাহ গাজী (১৮) ও শহরের কোড়ালিয়া এলাকার খলিফা বাড়ির সফিক খলিফার ছেলে সাগর খলিফা (২৫)।
আহতদের সূত্রে জানা যায়, আব্দুল্লাহ রহমতপুর আবাসিক এলাকার উদয়ন ক্লাবের পাশের নির্মানাধিন ভবনে কাজ করছিল। পানির লাইনের তারে সমস্যা থাকায় মটরের সুইচ দেওয়া মাত্র আব্দুল্লাহর হাত আটকে যায়। পাশে থাকা অন্য লোক আব্দুল্লাহর অবস্থা বুঝতে পেরে সুইচ বন্ধ করে দেয়। সে প্রাণে বেঁচে গেলেও হাতের কিছু অংশ জলসে যায়। পরে তাকে আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
অপর দিকে, ৩নং কয়লা ঘাট এলাকার হারু বাবুর ওয়ার্ক সপের দোকানে কাজ করার সময় সাগর খলিফা সর্ট খেয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/02/anik-pic.jpg” ]মাজহারুল ইসলাম অনিক[/author] : আপডেট, বাংলাদেশ সময় ৫:০০ এএম, ২৩ মে ২০১৬, সোমবারডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur